ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


করোনায় জন্য নির্বাচনী প্রচারণা থামবে না ট্রাম্প


৮ মার্চ ২০২০ ২১:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। করোনার জন্য কোনো নির্বাচনী প্রচারণা থামানোরও তার ইচ্ছা নেই।

গতকাল শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি এমনটি জানান।

এ সময় ট্রাম্প বলেন, আমরা চমৎকার প্রচারণা চালাবো এবং আমরা ভালো করছি। ট্রাম্পের এমন কথার একদিন আগেই মার্কিন হোয়াইট হাউজের খুব কাছেই একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

নতুনসময়/আনু