ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


কাশ্মীরের শক্তিশালী ভূমিকম্পতে কাঁপল দিল্লি থেকে ইসলামাবাদ


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৬

ছবি : সংগৃহিত

আজাদ কাশ্মীরে উৎপত্তি হওয়া এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-পাকিস্তান। মঙ্গলবার বিকেলে ৫.৮ রিখটার স্কেলের এই ভূমিকম্পে কেঁপে উঠে দিল্লি-ইসলামাবাদসহ দুই দেশের বড় শহরগুলো।

ডন ও টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, লাহোরসহ দেশটির পুরো উত্তরাঞ্চলীয় অঞ্চল ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠে। ভারতের দিল্লির রাজধানী অঞ্চল সহ উত্তর ভারতের বড় অংশজুড়েও তীব্র কম্পন অনুভব করা যায়।

পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিউ মিরপুর এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৮-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর নাজিব আহমেদ জানান, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫.৮ রিখটার স্কেলের এই ভূমিকম্প উৎপত্তি হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মিরপুর জেলার একাধিক এলাকা ধুমরে মুচড়ে গেছে। তবে বিপুলসংখ্যক মানুষ আহত হলেও এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শক্তিশালী এই ভূমিকম্পে দিল্লি থেকে ইসলামাবাদ সব শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ও কর্মস্থল থেকে মানুষ রাস্তায় আশ্রয় নেয়।

নতুনসময়/আইকে