ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি


২১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬

ফাইল ফটো

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর থেকে দেশে শীতের প্রকোপ কমেছে। তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন।

এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, শনিবার ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।