ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


সঙ্গীত শিল্পি ফারহানার লাশ উদ্ধার


২০ মে ২০১৯ ০২:৪৯

রবীন্দ্র সঙ্গীত শিল্পি ফারহানা ইয়াসমীন শাওন (৩৬) এর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা নগরীর কাশেমনগরের ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ফারহানা ইয়াসমীন শাওন ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
জানা যায়, ফারহানা ওই বাড়িতে তার ওপর বান্ধবী স্কুল শিক্ষিকা সাহানা আলীমার সাথে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম অপু খান। সম্প্রতি তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ফারহানা ইয়াসমীন শাওন রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষক হিসেবেও কাজ করেন।


নতুনসময়/এনএইচ