ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


ওজন বাড়ালেন মেহজাবীন


১৫ জুলাই ২০১৯ ১৯:২৭

ছবি সংগৃহিত

হালকা ছিপ ছিপে গড়নের মেহজাবীন চৌধুরীকে দেখে মুগ্ধ হননি, এমন দর্শক পাওয়া ভার। সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীও তিনি। তবে আসছে ঈদে সেই মেহজাবীনকে পাওয়া যাবে একেবারে নতুন অবয়বে। চোখে লাগার মতো মুটিয়ে যাওয়া একজন স্থূলকায় নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি শুটিং হওয়া এই নাটকটির নাম ‘মায়া সবার মতো না’। মায়া চরিত্রে মেহজাবীনকে নিয়ে এটি নির্মাণ করেছেন সাগর জাহান। বিপরীতে আছেন তাহসান খান।

গল্পটি এমন, স্থূলকায় মানুষগুলোকে সমাজে দুর্বল মনে করা হয়। চাকরি, বিয়ে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। মায়া নামের মেয়েটিও এই সমস্যার জর্জরিত। কিন্তু সে খুব সাহসী, আত্মনির্ভরশীল।

মেহজাবীনের অভিনয় প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘মায়া চরিত্রটির জন্য মেহজাবীনের আগ্রহ আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। প্রচণ্ড গরমে বিশেষ একটি পোশাক (মোটা দেখানোর জন্য) পরে থাকতে হয়েছে তাকে। সঙ্গে তাহসান ভালো সাপোর্ট দিয়েছেন। কাজটি ভালোই হবে মনে হচ্ছে।’