ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


কেন বিদ্রূপের শিকার হন শ্রুতি হাসান


১১ জুলাই ২০১৯ ১৯:০৮

ছবি সংগৃহিত

ভারতের দক্ষিণী সিনেমায় বেশি দেখা যায় অভিনেত্রী শ্রুতি হাসানকে। সম্প্রতি এই অভিনেত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে তিনি পরবর্তী বলিউড সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক বিদ্রূপ প্রসঙ্গে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক গড়ন নিয়ে প্রায়ই বিদ্রূপের শিকার হন শ্রুতি হাসান। এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে- অনেক মানুষ আছেন যারা বলেন, ওহ! সে বিয়ে করেছে! মোটা হয়ে যাচ্ছে! তারা নানান কথা বলেন। তখন খুব কষ্ট লাগে, কারণ আমি জানি আমার শারীরিক সমস্যা ছিল। গত দশ বছর নিজের যত্ন নেয়ার জন্য কোনো সময় পাইনি। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই বিয়ের পর এমন হয়।’

শ্রুতি হাসান বলেন, ‘সত্যি বলতে, আমি এক বছরের জন্য বিরতি নিয়েছি। সম্ভবত, বলিউডে কাজ করতে একটু দেরি হবে। কারণ এখন আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তামিল, তেলেগু ভাষার যে সিনেমা করছি সেগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। তবে বলিউড থেকে যদি কোনো আকর্ষণীয় প্রস্তাব পাই তাহলে অবশ্যই সেটি করব।’