ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


১৭ নভেম্বর ২০১৮ ২৩:৫৩

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে মদনপুর শাহ সুলতান মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক হাফিজুর রহমান এর উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক সাহাবুদ্দিন খান, সহকারী শিক্ষক আব্দুল হান্নান ফকির, সহকারী শিক্ষক হোসাইন আহম্মদ, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামসহ শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষক হাফিজুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুর্বৃত্তরা মাদ্রাসা যাওয়ার পথে শিক্ষক হাফিজুর রহমানের উপর অতর্কিতে হামলা চালায়।

এমএ