ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ডিম আমদানির অনুমোদন, ৩ পণ্যের দাম নির্ধারণ


১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৪

প্রতিকি

প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।

এছাড়া আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ এবং সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।