ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

মামিকে ধর্ষণ করতে গিয়ে খুন হলেন ভাগনে


২৯ মে ২০১৯ ০২:১৮

মামিকে ধর্ষণ করতে গিয়ে পাবনার ঈশ্বরদীতে খুন হয়েছে এক বখাটে যুবক। পরে লাশটি গুম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মামি ও তার ছেলে।

সোমবার (২৭ মে) সকালে ঈশ্বরদী থানা পুলিশ চাঞ্চল্যকর সাকিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের নাম, বিলকিস আকতার বানু (৩৮) ও বিপ্লব হোসেন (১৮)।

জানা যায়, গত ২৫ মে উপজেলার চকনারিচা বাগবাড়িয়া এলাকা থেকে সাকিব (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর সোমবার ২৭ মে ভোরবেলায় পুলিশের অভিযানে অরনকোলা এলাকা থেকে গ্রেফতার হয় চকনারিচা বাগবাড়ীয়া গ্রামের মিলন আলীর স্ত্রী বিলকিছ আক্তার বানু (৩৮) ও তার ছেলে বিপ্লব হোসেন (১৮)। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা গেছে, নিহত সাকিব সুযোগ পেলেই তার আপন মামি বিলকিছ আক্তার বানুকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল। এরই সূত্র ধরে সবার অগোচরে গত ২৫ মে রাতে সাকিব তার মামি বিলকিছের ঘরে প্রবেশ করে। এ সময় সাকিব তার মামিকে কুপ্রস্তাব দিলে সে রাজী না হলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিলকিছ তার ছেলে বিপ্লবকে চিৎকার করে ডাকতে থাকে। পাশের ঘর থেকে ডাক শুনে বিপ্লব আরো ৪/৫ জনকে ডেকে নিয়ে আসে। পরে তারা সবাই মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে পাশের একটি বাগানে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


নতুনসময়/এনএইচ