ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

পাটগ্রামে ভাগ্নের লাথিতে বৃদ্ধ মামা নিহত  


২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়  অন্ডকোষে লাথি দিয়ে আমির হোসেন(৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে চান্দু মিয়ার বিরুদ্ধে। 

 

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা আমির হোসেন মৃত ফজর আলী প্রামানিকের ছেলে। 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধা আমির হোসেনের পুকুরে মাছ ধরছিলেন প্রতিবেশী  বদির উদ্দিনের ছেলে ভাগ্নে চান্দু মিয়া(৩০)। বিষয়টি দেখতে পেয়ে মাছ ধরতে নিষেধ করেন বৃদ্ধ মামা আমির হোসেন। যা নিয়ে উভয়ের মাঝে  বিতর্ক বাঁধে। এর এক পর্যায়ে চান্দু মিয়া ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মামা আমির হোসেনকে লাথি দিলে অন্ডকোষে আঘাতে পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর এলাকা থেকে ছটকে পড়ে ভাগ্নে চান্দু মিয়া। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

 

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, নিহতের পরিবার বাদি হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।