ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাই


১০ জুলাই ২০২৪ ১১:০৪

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

 

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিক মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে ওই চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় কয়েক ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

নিহতের বাবা সেলিম মিয়া বলেন, কিছুদিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে খবর পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। হাসপাতালে ছুটে এসে দেখি ছেলের লাশ পড়ে আছে।

 

মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।