ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

হাইকোর্টে জামিন পেলেন ‘রাফসান দ্য ছোট ভাই’


২৬ জুন ২০২৪ ১৯:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান।

আগাম জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় ইফতেখার রাফসান আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী আহমদ নকিব করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ।