ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২

পাচারের সময় চুয়াডাঙ্গায় ৫টি স্বর্ণের বার জব্দ, আটক ২


১৬ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৮

চুয়াডাঙ্গা শহরের রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে পাচার করার সময় পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। এসময় প্রাইভেটকারসহ আটক করা হয়েছে দুই পাচারকারীকে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েল (৩৫) ও একই এলাকার আরিফ (৫০)।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার স্বর্ণের বারের চালান নিয়ে দর্শনার দিকে যাচ্ছে- এমন তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে ওত পেতে থাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রাইভেটকারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার।

অভিযান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।