ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ট্রেনের ধাক্কায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ


৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৩

হবিগঞ্জের মাধবপুরের শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকায় রেললাইন ক্রস করার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আল-আমিন (২৮)। তিনি জেলার চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত বেনু মোল্লার পুত্র।

প্রত্যক্ষদর্শীর জানান, বৃহস্পতিবার বিকেলে আল-আমিন শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকায় রেললাইন ক্রস করার সময় চট্টগ্রামগামী একটি ট্রেন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. সাজিদুল হক নিশ্চিত করেছেন।

একেএ