ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


শার্শায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যুবক আটক


২২ মার্চ ২০২৪ ২০:৪৪

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মেহেদী হাসান (১৯) এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান।

আটক মেহেদী হাসান উপজেলার ডিহি (দক্ষিনপাড়া) গ্রামের মো. বিপ্লব গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেহেদী। এসময় ওই কিশোরীর চিৎকারে তার নানী এগিয়ে আসলে ধর্ষণকারী ওই যুবক পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মার্চ) ভিকটিমসহ তার খালাতো বোন থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

নতুসসময়/এএম


যশোর, শার্শা, কিশোরী, ধর্ষণ, যুবক, আটক