ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৯

‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে।
 
পরিবর্তন চাই নামের একটি সংগঠনের আয়োজনে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। 
 
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
পরে পরিবর্তন চাই সংগঠনের কর্মীরা চারটি দলে বিভক্ত হয়ে শহর পরিস্কার অভিযান শুরু করেন।
 
একেএ