ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


হচ্ছে গরু মন্ত্রণালয়


২ অক্টোবর ২০১৮ ০৭:২৯

ভারতে বর্তমান বিজিপি সরকার গরু নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। তারই এক দৃষ্টান্ত গরু মন্ত্রণালয় করার ঘোষণা। দেশটির মধ্যপ্রদেশে গরু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

রোববার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছেন। খবর-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, রাজ্যটির মধ্যপ্রদেশ গোপালন এবাম পশুধন সম্বর্ধন বোর্ডকেই গরু মন্ত্রণালয় করা হবে।

রাজ্যটির খাজুরাহো শহরে গোশালাদের পুরস্কৃত করতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন চৌহান। রাজ্যসভা নির্বাচনের আগে এই ঘোষণা দিলেন ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদা সম্পন্ন এই মুখ্যমন্ত্রী।

রাজ্যটির সাসনের শহরে গরু জন্য দেশের প্রথম আশ্রয়কেন্দ্র নির্মিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই একটা যথেষ্ট নয় কারণ রাজ্যে অনেক গরু আছে। জমি নির্ধারণ করে ধীরে ধীরে আরও আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে। তবে বর্তমানে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় অর্থ নেই বলেও উল্লেখ করেন স্বামী অখিলেশ্বরানন্দ বোর্ডের নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান শিবরাজ সিংহ।

এসএ