মানুষের মেজাজ বুঝতে পারে ছাগল

মুখের অভিব্যাক্তি দেখে মানুষের মেজাজ বুঝতে পারে ছাগল। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই ওঠে এসেছে। মানুষের রাগান্বিত ও স্বাভাবিক ছবি থেকে প্রাণীটি প্রকৃত অবস্থান নির্ণয় করে। গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে বৃটেনের সাময়িকী সায়েন্স জার্নাল।
পশুদের মধ্যে কুকুর ও ঘোড়া সহজে মানুষের প্রতিক্রিয়া বুঝতে পারে। এবার সেই তালিকায় যুক্ত হলো ছাগলের নাম। বৃটেনের কেন্ট অঞ্চলে একটি উপত্যকায় এ গবেষণা কার্যক্রমটি চালানো হয়। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অ্যালান ম্যাকেলগট এটি পরিচালনা করেন।
তিনি দেখান, কয়েকটি ছাগলের সামনে ১.৩ মিটার দূরত্বে দুটি সাদা-কালো ছবি দেয়ালে আটকে দেয়া হয়। বাম পাশে একই ব্যাক্তির রাগান্বিত ও ডান পাশে হাস্যোজ্জল ছবি। পরীক্ষায় দেখা যায়, ছাগল গুলো হাসি মুখের ছবির দিকেই এগিয়ে যায়। রাগান্বিত ছবি এড়িয়ে হাসিখুশি মুখ গুলি পছন্দ করে। পরে ডান দিকে রাগান্বিত ছবি পরিবর্তন করে নিয়ে আসা হলে ছাগল গুলো সেদিকে আর এক পা-ও বাড়ায় না!
ড. অ্যালান বের করেন যে, এই তথ্যগুলি প্রক্রিয়া করার জন্য ছাগল তাদের মস্তিষ্কের একপাশে ব্যবহার করছে।
তার মতে, পশু ও অন্যান্য প্রজাতির সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করি তার জন্য গবেষণাটি গুরুত্বপূর্ণ। কারণ পশুদের মানবিক অনুভূতি বোঝার ক্ষমতাগুলি ব্যাপক যা কেবলমাত্র পোষা প্রাণীদের ক্ষেত্রে সীমিত নয়।
এদিকে এই গবেষণা প্রতিবেদনের প্রেক্ষিতে মতামত ব্যাক্ত করেছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাটালিয়া আলুকার্কেল। তিনি বলেন, আবেগ অনুভূতির গবেষণায় কুকুর ও ঘোড়াগুলোতে খুব জটিল দক্ষতা দেখানো হয়েছে। যাই হোক এবার এ গবেষণায় প্রাণীদের মানসিক জীবন বোঝার জন্য নতুন পথ খুলেছে। এটি পশু কল্যাণের জন্যও প্রযোজ্য হতে পারে।
এসএ