ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


হারানো মানসিক রুগী পিতাকে নিয়ে রাস্তা থেকে হাসপাতালে অভিনেতা রাসেল মিয়া


১৩ এপ্রিল ২০২০ ১৮:৩৯

সংগৃহিত

৬দিন বাবার সাথে তাল মিলিয়ে মিলিয়ে বায়তুল মোকাররমের ৪নং গেইটে রাস্তায় দিনরাত জীবন কাটিয়ে অবশেষে ঢাকা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে-ই বাংলা নগর ঢাকায় ১০ এপ্রিল অবজারভেশনে রাখার পর ১১ই এপ্রিল রাসেল মিয়ার পিতা সেকান্দর আলীকে ভর্তি করানো হয়।

রাসেল মিয়ার কাছে তাহার পিতার সম্পর্কে জানতে চাইলে উওরে তিনি বলেন করোনা ভাইরাসের এই পরিস্থিতিটা থেকে মহান আল্লাহ্ আমাদের আগে মুক্ত করে দেওক তার পরে যদি বেঁচে থাকি আমি আপনাদের সকলের সামনেই আমার বাবার জীবনের ইতিহাসটা তুলে ধরবো!আপাততো শুধু এইটুকু যেনে রাখুন আমার বাবা প্রচুর সম্পদের মালিক ছিলেন,সম্পদ ভোগের লোভেই বাবার স্বজনরা বাবাকে আজ এমন পাগল বানিয়েছে! বাবার শরীরের অবস্থা আল্লাহর রহমতে এখন কিছুটা ভালোর দিকে,বাবার মাথার চুলগুলো ফেলে দিয়েছি চুল ফেলার সময় শুধু উকুনই নয় বিভিন্ন পোকাও চুলের ঘোড়া থেকে বের হয়েছে পুরো শরীরটা মাটির চাদরের মতো ঢাকা ছিলো কয়েক কেজির মতো মাটি বের হয়েছে শরীর থেকে! আপনারা দেশবাসী আমার বাবার জন্য দোয়া করুন বাবাকে সুস্থ না করে আমি রাসেল মিয়া ঘরে ফিরবো না ইনশাআল্লাহ্