ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


১ কেজি মিষ্টির দাম ৯ হাজার!


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৩

মিষ্টি খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হিসেব আলাদা। কিন্তু তারাও সুযোগ পেলে মিষ্টি না খেয়ে পারেন না। সম্প্রতি ভারতের গুজরাটে ঘটেছে অন্যরকম ঘটনা। প্রদেশটির সুরাটে এক দোকানের সোনার মিষ্টি বিক্রি করতে দেখা গেছে। যার কেজি প্রতি দাম ৯ হাজার রুপি!

তবে বিশেষ এই মিষ্টি রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে বানানো হয়েছে। মিষ্টির দাম এত বেশি কেন? এমন প্রশ্নের জবাবে মিষ্টির দোকানদার জানান, প্রতিটি মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারেট সোনার ফয়েল। যা দিয়ে পুরো মিষ্টিটি প্যাঁচানো রয়েছে। স্থানীয়রা জানান, এ মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভালো। দামি হলেও মিষ্টিগুলোর চাহিদা ভালো।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোনায় মোড়ানো এ বিশেষ মিষ্টি আকর্ষণ করছে স্থানীয় সবাইকে। এ কারণে মিষ্টির দোকানের নাম দেয়া হয়েছে ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’। সোনার এই মিষ্টি বোনেরা উপহার দেবেন বলে অর্ডার দিয়েছেন ভাইদের জন্য। রাখি পূর্ণিমা উপলক্ষে বাজারে আসে এ মিষ্টি।

এমএ