সিঙ্গাপুর সম্পর্কে মজাদার কিছু তথ্য

এশিয়ার অন্যতম ধনী ও সুন্দর দেশ সিঙ্গাপুর। প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ সিঙ্গাপুর ভ্রমনে আসে। এক নজরে দেখে নিন সিঙ্গাপুর সম্পর্কে অজানা কিছু তথ্য-
১) সিঙ্গাপুরের মানুষরা বেশিরভাগ কথার শেষে লা শব্দটি ব্যবহার করে। যেমন ওকে বললে ওকে লা।
২) পাঁচ বা তার বেশি মানুষ একত্রে কোথাও জড়ো হলে পুলিশের কড়া নিয়মাবলি মানতে হয়।
৩) সিঙ্গাপুরকে বলা হয় লায়ন সিটি কিন্তু গোটা সিঙ্গাপুরে কোন সিংহ নেই।
৪) রাত দশটার পর দুই জনের বেশি লোক জড়ো হওয়া অবৈধ।
৫) সিঙ্গাপুরে জুয়া খেলা বৈধ।
৬) নিজের ঘরের মধ্যেও নগ্ন অবস্থায় থাকলে আইনগত শাস্তি হতে পারে সিঙ্গাপুরে নাগরিকদের।
৭) আত্মহত্যা করা সিঙ্গাপুরে আইনবিরুদ্ধ কাজ। আত্মহত্যায় কেউ ব্যর্থ হলে তাকে জেলে পাঠানো হয়।
কেআই