৮০০ টাকায় বিমান ভ্রমণের সুযোগ!

বাস্তব জীবনের তাগিদে সবাই প্রচুর ব্যাস্ত থাকেন আর একটু সময় পেলেই বেড়াতে যান অনেকেই। তাদের জন্য গোএয়ার নিয়ে এলো ‘উইকেন্ড সেল’। আপনি চাইলেই মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে বিমানের টিকিট। আর আপনার সে টিকিটের ভ্রমন হবে ভারত।
গত সোমবার থেকে শুরু হওয়া অফারটি আজ (১৮ সেপ্টেম্বর ২০১৮) শেষ হবে। এই অফারে সংগ্রহ করার টিকিটগুলো দিয়ে আগামী ১-২০ অক্টোবর, ২০১৮ পর্যন্ত ভ্রমণ করা যাবে।
গোএয়ার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, যারা প্রথমে টিকিট বুক করবেন, তারাই পাবেন অফারটি। অফারের দামে টিকিটের স্টক শেষ হয়ে গেলে রেগুলার বিমান ভাড়ায় টিকিট বুক করতে হবে এবং শিশুদের এয়ার টিকিটের উপর এ অফার প্রযোজ্য নয়।
আরআইএস