ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


কুকুর সম্পর্কে অবাক করা কিছু তথ্য


৩১ আগস্ট ২০১৮ ০০:৪১

বিশ্বস্ত প্রানি হিসেবে প্রথমেই আসে কুকুরের নাম। মানুষ প্রায় ৩০ হাজার পূর্বে কুকুরকে পোষা প্রণি হিসেবে নিজের সাথে রাখা শুরু করে। দেখে নিন কুকুর সম্পর্কে অবাক করা কিছু তথ্য-

১) বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের নাম ম্যাগি। সে ৩০ বছর পর্যন্ত বেঁচে ছিল।

২) কুকুরের রক্ত ১৩ প্রকার হয়ে থাকে। যেখানে মানুষের রক্ত ৪ প্রকার।

৩) মাহাকাশে গমনকারী প্রথম জীব ছিল কুকুর।

৪) কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে ১০ হাজার গুন বেশি।

৫) চীনে প্রতিদিন ৩০ হাজার কুকুর চামড়া ও মাংসের জন্য হত্যা করা হয়।

৬) যদি কুকুর ডান দিকে হেলে থাকে তাহলে সে সুখী আর যদি বাম দিকে হেলে থাকে তাহলে সে দুঃখী।

৭) ‍কুকুর আপনার পাশে এসে দাড়ালে বুঝবেন সে কামড়াবে না, সে খাবারের জন্য এসেছে।

কেআই