ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


৯৯৯ এ ফোন, উদ্ধার হলো পাথর


২৭ জুলাই ২০১৯ ০৭:১২

উদ্ধার হওয়া পাথর

এবার পাথর উদ্ধারের জন্য ফোন য়ো হলো ৯৯৯ এ। পুলিশ এসে পাথরটি উদ্ধার করেছে। আর এ পাথর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা । ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।

জানা গেছে, বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে ইদ্রিছ আলী খানের টিন সেডের চৌচালা বসতঘরের ওপর এ পাথরটি পড়ে। পাথরটি চালের টিন ছিদ্র করে বারান্দার ওপর পড়ে মাটিতে অনেকখানি গর্ত করে দেবে যায়। এলাকার মানুষ পাথরটি উদ্ধার করে ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে থানা থেকে এসআই ছায়েদুর রহমান রাতে ঘটনাস্থল থেকে কালো রঙের পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পাথরটি কষ্টি পাথরের নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে এ পাথন নিয়ে এলাকার লোকজনের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কোথায় থেকে কিভাবে এ পাথর আসলে এ নিয়ে লোকজনের মাঝে চলছে নানা আলোচনা।