টি-টোয়েন্টিতে ৩১৪ রানের বিশ্বরেকর্ড গড়লো উগান্ডা

মালির বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে ৩১৪ রান করেছে উগান্ডার নারীরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির নারী ও পুরুষদের প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ। বৃহস্পতিবার কিগালি শহরে কুইবিউকা উমেনস টোয়েন্টিতে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উগান্ডার নারী ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর
উগান্ডা: ৩১৪/২, (আলাকা ১১৬, মৌসামালি ১০৩*; কোনে ১/৫৯)
মালি: ১০/১০, (টি কোনাটে ৪, আনইয়াগো ৩/১, এস কাকেই ২/১)
নতুনসময়/এনএইচ