ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড


১৯ জুন ২০১৯ ০১:৩৪

ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

তবে চলতি বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্স যাচ্ছেতাই। চার ম্যাচের সব হারের তিক্ত স্বাদ নিয়ে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে মোহাম্মদ নবী, রশিদ খানের আফগানিস্তান।

অন্যদিকে, মরগানের ইংল্যান্ড খেলবে পঞ্চম ম্যাচে চার নম্বর জয়ের খোঁজে। চার বছর ধারাবাহিক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। টানা তিনশ-সাড়ে তিনশ রান করে ওয়ানডে ক্রিকেটটাকে বদলে ফেলেছে পুরোপুরি। চার ম্যাচে ইংলিশরা হেরেছে একমাত্র পাকিস্তানের কাছে।

 

নতুনসময়/এনএইচ