ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানের বিপক্ষে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি


১৭ জুন ২০১৯ ০৩:৫৬

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলকে নিয়ে ১৩৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন রোহিত শর্মা। ৭৮ বলে ৫৭ রান করে লোকেশ রাহুল আউট হয়ে গেলেও ঠিকই ক্যারিয়ারের ২৪ তম সেঞ্চুরিটি তুলে নেন ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।

পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে মাত্র ৮৫ বল খেলেন রোহিত শর্মা। ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। পাকিস্তানের কোনো বোলারকেই তোয়াক্কা করলেন না। মোহাম্মদ আমির শুরুর দিকে কিছুটা সমীহ আদায় করলেও শেষ পর্যন্ত আর পারেননি।


নতুনসময়/এনএইচ