ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গুরুতর আঘাত পেলেন মুশফিক, রক্ত ঝরলো সাব্বিরের


১৬ জুন ২০১৯ ০৫:০৪

ব্যাটিং অনুশীলনের সময় হাতে গুরুতর আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। শনিবার (১৫ জুন) সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনরত টাইগার এই ব্যাটসম্যানের ডান হাতে মুস্তাফিজের করা একটি বল আঘাত করলে আর অনুশীলন করতে পারেননি।

এক পর্যায়ে মাঠ থেকে বেরিয়ে যান মিস্টার ডিপেন্ডেবল। তবে তার চোট কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে আঘাতটি বেশ গুরুতর।

এদিকে নেট বোলারের বলে আঘাত পেয়ে মাঠেই রক্ত ঝরেছে সাব্বির রহমানের। যদিও তার অবস্থা তেমন গুরুতর নয়।

জানা যায়, অনুশীলনের শুরুটা হয় স্থানীয় সময় সকাল দশটায়। নির্ধারিত সময়েই দলের সব ক্রিকেটারদের উপস্থিতিতে মাঠে গড়ায় অনুশীলন। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলন এটি।

যার শুরুটা হয় ফুটবল দিয়ে। এরপর হেড কোচ স্টিভ রোডস ও ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে শর্ট ও লং ফিল্ডিং অনুশীলনের পর শুরু হয় ব্যাটিং সেশন।

প্রথম ধাপের সেশনে নেটে ব্যাট করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। আর তাদের বিপক্ষে বোলিংয়ে ছিলেন; মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ এবং স্থানীয় কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের নেট বোলাররা।

নেটে মিনিট বিশেক অনুশীলনের পর হঠাৎই দেখা যায় নেট ছেড়ে গ্লাভস খুলে মাঠ থেকে বেরিয়ে আসছেন মুশফিক।

 

নতুনসময়/এনএইচ