আর্জেন্টিনার কোচ দয়া করে না

আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে তাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষপর্যন্ত ম্যানচেস্টার সিটিকেই আপাতত নিজের ঘরবাড়ি বানিয়েছেন পেপ গার্দিওলা।
অবশ্য কোন দেশের কোচ হতে চান সেরকম কোনো নাম নির্দিষ্ট করে বলেননি গার্দিওলা। হোর্হে ভালদানোর সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার জাতীয় দলের কোচ হবার স্বপ্নের কথা।
‘যদি কোনদিন সুযোগ আসে জাতীয় দলের কোচ হওয়ার, আমি নিশ্চিত আমি তা হবোই। যদি অবশ্য কেউ আমাকে চায়!’
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলকে কোচিং করিয়ে তৃতীয় মৌসুমের মতো সিটিজেন ডাগআউটে দাঁড়ানো স্প্যানিশ কোচের ইচ্ছা, কোচিং ক্যারিয়ারের একটা সময়ে কোনো এক জাতীয় দলের কোচ হবেনই। তবে সেটা আর্জেন্টিনার নয়!
সেটা কী আর্জেন্টিনা? ভালদানোর প্রশ্নের জবাবে কৌতুকস্বরেই সে সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন গার্দিওলা, ‘আর্জেন্টিনা? দয়া করে না!’
আরআইএস