টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৯ তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
এই আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থ। অন্যদিকে তিন ম্যাচে এক জয় এক পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ষষ্ঠ।
দ্বাদশ বিশ্বকাপের এই আসরে এটাই দু’ দলের প্রথম সাক্ষাৎ হলেও এ নিয়ে ১০১ টি আর্ন্তজাতিক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। যার ৫১টিতে জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ম্যাচে।
নতুনসময়/এনএইচ