ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


স্ট্যাম্পে বল লেগে ছক্কা! (ভিডিও)


৯ জুন ২০১৯ ২১:৩০

কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় ইংল্যান্ড ব্যাটসম্যানরা। ইংল্যান্ড ওপেনার জেসন রয়ের দাপুটে সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রানের পাহাড় গড়ে ইংলিশরা। টার্গেট তাড়া করতে নেমে সাকিব দুর্দান্ত সেঞ্চুরি করলেও ১০৬ রানে হেরে যায় টাইগাররা।

টাইগারদের থামিয়েছে আর্চার-স্টোকসের বোলিং।

শনিবার (৮ জুন) কার্ডিফে ব্যাটে-বলে বাংলাদেশকে টেক্কা দিল এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। জেসন রয়ের ১৫৩ রানের সৌজন্যে এদিন প্রথমে ব্যাট করে ৩৮৬ রান তোলে। পরে বাংলাদেশ ২৮০ রান করে।

এই ম্যাচে ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন আর্চার এবং বেন স্টোকস। তবে এদিন এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকলেন কার্ডিফের দর্শকরা। নিজের দ্বিতীয় ওভারেই সৌম্য সরকারের স্ট্যাম্প ছিটকে দেন আর্চার। কিন্তু দেখা যায় বল স্ট্যাম্পে লেগে সোজা বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে। তার বলের গতি কতটা, তা এই স্ট্যাম্পে লেগে ‘ছক্কা’-র ঘটনাতেই আন্দাজ করা যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...


নতুনসময়/এনএইচ