টাইগাররা আজ জিতবে, জ্যোতিষী বিড়ালের ভবিষ্যদ্বাণী (ভিডিও)

আজ শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুরু হয় ম্যাচটি। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। নেমেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। তবে এ ম্যাচে কোন দল জিততে পারে, এমন একটি ভবিষ্যদ্বাণী করেছে বাংলাদেশের জ্যোতিষী বিড়াল গ্রু।
জ্যোতিষী বিড়াল গ্রু'র সামনে বাংলাদেশ এবং ইংল্যান্ডের পতাকা রাখা হয়। দুই দেশের পতাকার নিচে রাখা হয় খাবার। গ্রু হেটে গিয়ে বাংলাদেশের পতাকার নিচে রাখা খাবারের বাটি বেছে নিয়ে জানান দিলে আজ জিতবে টাইগাররা।
নতুনসময়/এনএইচ