ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টাইগারদের ৩৮৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড


৯ জুন ২০১৯ ০২:৫৩

জেসন রয়ের সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো ও জস বাটলারের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ৩৮৭ রান।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দেখে শুনে শুরু করলেও ৪ ওভার পর থেকে ঝড়ো ব্যাটিং শুরু করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। মাত্র ৩৮ বলে অর্ধশতক তুলে নেন জেসন রয়। ৫০ বলে ৫১ রানে জনি বেয়ারস্টো ফিরলেও মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন রয়। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি। ৯৩ বলে ১০০ করা রয় আউট হওয়ার আগে ১২১ বলে ৫ ছক্কা ও ১৪ চারের সাহায্যে ১৫৩ রান করেন। এর মধ্যে জো রুটকে ২১ রানে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি নিয়ে আসেন সাইফউদ্দিন।

এদিকে, জেসন রয় ও বেয়ারস্টোর ফিরে গেলেও তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে এসে ঝড় তোলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। সাইফউদ্দিনের বলে সৌম্যের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ব্যক্তিগত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরও ঝড় থামেনি। শেষ দিকে ক্রিস ওকস ৮ বলে ১৮ রান এবং লিয়াম প্লাঙ্কেট ৯ বলে ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।
বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে এবং মাশরাফি ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।

 

নতুনসময়/এনএইচ