ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা


৯ জুন ২০১৯ ০১:০৬

ফাইল ফটো

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা। কার্ডিফের আকাশ এখন সম্পূর্ণ খেলাপুযোগী। বৃষ্টির আর কোন সম্ভাবনা নেই। যথাসময়েই টস অনুষ্ঠিত হলো। আর এই টসে জিতে ফির্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। 

আগের দুই ম্যাচে টস জিততে পারেননি মাশরাফি বিন মর্তুজা। যে কারণে, প্রথমে ব্যাট করতে হয়েছিল বাংলাদেশকে। ওই দুই ম্যাচে একটি জয় এবং একটিতে হেরেছে টাইগাররা।

এই প্রথম টস জিতলেন মাশরাফি। টস জিতে প্রথমে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে।

দুই দলের পরিসংখ্যান:

বাংলাদেশ ও ইংল্যান্ড ২০ ম্যাচের মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৪ ম্যাচে আর ইংলিশরা জিতেছে ১৬ ম্যাচে। এদিক থেকে স্বগতিকদের চেয়ে পিছেয়ে আছে বাংলাদেশ।

অপরদিকে ৩টি জায়গা থেকে ইংলিশদের চেয়ে এগিয়ে থাকবে টাইগার শিবির। প্রথমত দুই বিশ্বকাপের দুইটিতেই বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড আর কার্ডিফে সোফিয়া গার্ডেনে কখনো হারেনি বাংলাদেশ। আর বিশ্বকাপের চলমান আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রায়, জনি বায়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জোস বাটলার, ক্রিস ওয়াক্স, জোফরা আচার, আদিল রশিদ, লিয়াম প্লুনকেট, মার্ক উড।

 

নতুনসময়/আইএ