সূর্যের দেখা মিলেছে, যথাসময়ে বাংলাদেশ ইংল্যান্ড লড়াই

অবশেষে সূর্যের দেখা মিলেছে কার্ডিফে। যথাসময়ে খেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোর থেকে যেখানে আকাশ ছিল মেঘে ঢাকা, বৃষ্টিরও সম্ভাবনা দেখাচ্ছিল। কিন্তু সকাল থেকে সময় যত গড়াচ্ছে ততই আকাশ পরিস্কার হচ্ছে। সে সঙ্গে আশাও উঁকি দিতে শুরু করেছে, কার্ডিফের সোফিয়া গার্ডেনে সঠিক সময়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই।
আগে থেকেই বিবিসির আবহাওয়া রিপোর্টে বলা হয়েছিল, সকাল সাড়ে ৯টা নাগাদ আকাশ পরিস্কার হবে। আর কার্ডিফের সোফিয়া গার্ডেনের ড্রেনেজ অবস্থা এতটাই অত্যাধুনিক যে, যে পরিমাণ বৃষ্টিই হোক না কেন- এক ঘণ্টার মধ্যে মাঠ হয়ে যায় খেলার উপযোগী।
কিন্তু সকাল থেকে বৃষ্টি না হওয়া এবং ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মেলার অর্থই হচ্ছে- কার্ডিফে খেলা শুরুর যে নির্ধারিত সময়- সাড়ে ১০টায়ই ম্যাচ শুরু হয়ে যাবে। স্থানীয় সময় ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) টস করতে নামবেন মাশরাফি এবং ইয়ন মরগ্যান।
নতুনসময়/আইএ