এশিয়াকাপের সেরা ব্যাটসম্যান হবেন তামিম!

আর মাত্র ২ দিন পর (১৫ সেপ্টেম্বর) পর্দা উঠছে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হাতুরুর লঙ্কা। এই আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগার দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল হতে পারেন টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান। অবশ্য তামিমকে নিয়ে এমনটা ধারণা অনেকের তবে এর পেছনে বেশ কিছু কারণের কথা বলেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার।
* আনন্দবাজার পত্রিকা বলছে বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে প্রশ্নাতীতভাবে সেরা ব্যাটসম্যান তামিম। সব ধরনের ক্রিকেটে সর্বাধিক রানও তার দখলে।
* মাঝে কিছু দিন চোট আঘাতের জন্য মাঠের বাইরে ছিলেন। বাংলাদেশি সমর্থকদের জন্য খুশির খবর তিনি এখন সম্পূর্ণ ফিট। এশিয়া কাপে মাঠে নামবেন। নিঃসন্দেহে তাঁর কাছ থেকে চমকের অপেক্ষায় থাকবেন তামাম ক্রিকেট প্রেমীরা।
* সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের বর্তমান দলটির। দুবাই-আবু ধাবির পিচ কি রকম আচরণ করবে তা জানা না থাকাটা দলের পক্ষে বড় সমস্যার। আর ঠিক এখানেই অন্যদের পিছনে ফেলে দিয়েছেন তামিম। যে কয়েক জন বাংলাদেশির অভিজ্ঞতা আছে আমিরাতের মাটিতে খেলার তাঁদের মধ্যে তামিম অন্যতম। পিএসএল-এ খেলার সুবাদে সেখানকার পিচ তামিমের খুবই পরিচিত।
* বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন তামিম। শেষ এক বছরে এশিয়ার অন্যতম সেরা এক দিনের ব্যাটসম্যান তিনি। এই সময় ৯টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮০.২৮ গড়ে ৫৬২ রান।
* ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজেও দারুণ খেলেন তামিম। সাম্প্রতিক ফর্ম এশিয়া কাপে ধরে রাখতে পারলে বিপক্ষের কাছে বড়সড় মাথাব্যথার কারণ হয়ে উঠবেন।
এসএ