নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রোটিয়াদের হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ২ জুন দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় টাইগাররা। আজ বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে টাইগাররা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
নতুনসময়/এনএইচ