আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে টাইগারদের উড়ন্ত সূচনা

বিশ্বকাপে আফ্রিকাকে হারিয়ে টাইগারদের উড়ন্ত সূচনা। প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। সাকিব-মুশফিকদের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ।
রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এ দিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।
নতুনসময়/এনএইচ