সাকিব-মুশফিকের সেঞ্চুরি জুটি , বড় সংগ্রহের পথে বাংলদেশ

উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল আর সৌম্য সরকার। তবে ৭৫ রানের মধ্যে সৌম্য এবং তামিম- দু’জনই ফিরে যান। এরপরই মাঠে নেমে জুটি গড়েন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম।
নিঃসন্দেহে বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যান তারা। প্রত্যাশাও এই দু’জনের ওপর অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণ করেই এগিয়ে চলেছে সাকিব এবং মুশফিক। শুধু তাই নয়, এরই মধ্যে দু’জন মিলে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন।
দলীয় ৬০ রানের মাতায় তামিম আউট হওয়ার পর ওয়ান ডাউনে (তিন নম্বরে) ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। ৭৫ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর নামেন মুশফিক।
মুশফিকের আগেই হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান। ৫৪তম বলে বাউন্ডারি মেরে অর্ধ শতক পূরণ করেন তিনি। এর মধ্যে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।
মুশফিকুর রহীমও হাফ সেঞ্চুরি করেন বাউন্ডারি মেরে। ৫২ বলে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। এর মধ্যে ছিল ৬টি বাউন্ডারির মার।
নতুনসময়/আইকে