১১ হাজারি ক্লাবে সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ছিলেন র্যাংকিংয়ের শীর্ষে। গড়েছেন অনেক মাইলফলক। আজ বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ খেলতে নেমেই গড়লেন নতুন আরেক মাইলফলক। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট এই তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ১১ হাজারি ক্লাবে পৌঁছান সাকিব।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তার আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারি ক্লাবে পৌঁছান ওপেনার তামিম ইকবাল।
সাকিবের সামনে আজ সুযোগ থাকছে আরও একটি মাইলফলক গড়ার। আর মাত্র এক উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মালিক হবেন তিনি। সাকিবের আগে এই রেকর্ড গড়েন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নতুনসময়/এনএইচ