সাকিব-মুশফিক জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে দ্বাদশ বিশ্বকাপের শুরুতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক পর্যায়ে অবশ্য অল্প বলের ব্যবধানে এ দুই ওপেনারই ফিরে যান সাজঘরে। তাতে কিছুটা ধাক্কা লেগেছিল টাইগার ইনিংসে। তবে লাল-সবুজদের পথ হারাতে দেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তাদের ব্যাটে এগোচ্ছে টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ২ উইকেটে ১৪৯ রান। উইকেটে রয়েছেন সাকিব আল হাসান ৪৪ ও মুশফিকুর রহিম ৩৫ রানে।
বাংলাদেশের একশ
ক্রিস মরিচের করা ইনিংসের ১৬তম ওভারের শেষ বল ডিপ স্কোয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নেন মুশফিকুর রহিম। এই রানের মধ্যে দিয়ে বাংলাদেশ দল পৌঁছে যায় ৯৬ বলে ১০০ রানে।
শর্ট বলে সৌম্যর বিদায়
ক্রিস মরিচের শর্ট বল ডাক করতে গিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ঠিকমত নিজের ব্যাট ও শরীরকে নিরাপদ দূরত্বে রাখতে পারলেন না এ বাঁহাতি। যে কারণে বল তার ব্যাটের উপরের অংশে লেগে উঠে যায় উপরে। সহজ ক্যাচ বেশ আরামের নেন কুইন্টন ডি কক। ফেরার আগে সৌম্য করেন ৩০ বলে ৯ চারে ৪২ রান। সে সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৭৫ রান।
ফেলুকোয়ায়োর বলে ফিরলেন তামিম
বল হাতে নিয়েই তামিমকে ফেরালেন ফেলুকোয়ায়ো। একটু বাড়তি লাফানো বল ঠিক মতো খেলতে পারেননি এ বাঁহাতি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কুইন্টন ডি ককের গ্লাভসে। তার আগে ২৯ বলে দুই চারে ১৬ রান করেন তামিম। নবম ওভারে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি।
বাংলাদেশের পঞ্চাশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটে পঞ্চাশ রান তুলেছে মাত্র ৪২ বলে। যার মধ্যে সৌম্যর অবদান ২৭, তামিমের ১৬ রান।
একাদশে ফিরলেন তামিম, নেই সাব্বির
হাতের চোট থেকে সুস্থ হয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিরলেন তামিম ইকবাল। তবে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেই সাব্বির রহমান। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অপেক্ষার প্রহর শেষ। এবার দ্বাদশ বিশ্বকাপে মাঠের লড়াইয়ে ব্যাট-বলে ঝড় তোলার পালা। এজন্য রোববার এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তার আগে অবশ্য টস ভাগ্য সঙ্গী হয়নি মাশরাফি বিন মর্তুজাদের। যদিও উইকেট ও আবহাওয়ার কথা বিবেচনা করে প্রতিপক্ষ অধিনায়ক আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্টিভ রোডসের শিষ্যদের।
ওভালের উইকেট ব্যাটিং সহায়ক। যা দ্বাদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রমাণ করেছিল ইংল্যান্ড। যদিও সেখানে পরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা ধুঁকেছিল। তাই চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইকেটের আচারণ নিয়ে কিছুটা চিন্তিত টিম টাইগার্স।
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এ টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করেও বাংলাদেশও হেরেছিল। তাই আজ এ দু’দলই চাইছে নতুন করে শুরু করতে। তবে শক্তিমাত্তায় বেশ পেছনে মাশরাফির বাংলাদেশ। তারপরও ব্যাপারটি নিয়ে ভাবছেন না স্টিভ রোডসের শিষ্যরা। সাম্প্রতিক সাফল্য আর দৃঢ় আত্মবিশ্বাসকে পুঁজি করেই সাকিব-মুশফিকরা প্রতিপক্ষকে হারের তৈরি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপে একবার জিতেছিল। দক্ষিণ আফ্রিকা জিতেছে বাকি দুইবার। সবমিলিয়ে ওয়ানডে দুই দলের এখন পর্যন্ত দেখা হয়েছে ২০ বারের। বাংলাদেশের ৩টির বিপরীদে ১৭টিতে জিতেছে প্রোটিয়া।
দ্বাদশ বিশ্বকাপ অভিযান শুরুর আগেই টাইগার শিবিরে সুসংবাদ দিয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। অনুশীলন সময় চোটে পড়ে তিনি খেলতে পারছেন না আজকের ম্যাচ। যদিও একই কারণে গত ম্যাচেও মাঠে নামতে পারেননি এ স্পিড স্টার। এদিকে টাইগার শিবিরেও ছোট খাটো চোটের সমস্যা রয়েছে একাধিক জনের। আধুনিক ক্রিকেটে অবশ্য এমন চোট নিয়ে অনেকেই খেলে যাচ্ছেন। সেটাকে সতীর্থদের মন্ত্র হিসেবে কানে পড়ে দিয়েছেন মাশরাফি। তাতে পুরো দলই উদ্বুদ্ধ। এখন মাঠের ক্রিকেটে জ্বলে ওঠার অপেক্ষায় তারা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
নতুনসময়/আইকে