ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে ধর্ষণ চেষ্টায় ট্রাকচালক আটক


২ জুন ২০১৯ ০৫:৪৫

নগরের জামালখান ওয়ার্ডের আসকার দিঘীর পশ্চিম পাড়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ট্রাকচালক।

শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কলোনীর রানা মিয়ার বাসায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, শাহিন শুক্রবার দুপুরে প্রতিবেশীর এক কিশোরী কন্যাকে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে এলে শাহিন মিয়া পালিয়ে যায়। পরে এ বিষয়ে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।

আসামি শাহিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার দরখা বাস স্টেশন এলাকায়। তার পিতার নাম হামদু মিয়া। এ ব্যাপারে কিশোরীর বাবা ট্রাকচালক শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি এসআই কামরুজ্জামান।

নতুনসময়/আইকে