ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


১৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা


২ জুন ২০১৯ ০৫:২৮

বিশ্বকাপের শুরুতে আরও একটি লো-স্কোরিং ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। গতকাল পাকিস্তান ১০৫ রানে অল-আউট হওয়ার পর আজ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা অল-আউট হয়েছে মাত্র ১৩৬ রানে। তারা খেলতে পেরেছে ২৯.২ ওভার।

নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল চন্দিকা হাথুরুসিংহের দল। এই ধসের মাঝেও একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি আর লুকি ফার্গুসন।

শনিবার ইংল্যান্ডের কার্ডিফে বিশ্বকাপের চলমান ১২তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাট হেনরি এবং লুকি ফার্গুনসনের গতির তাণ্ডবে উড়ে যায় লংকান ব্যাটসম্যানদের স্ট্যাম্প।

এক উইকেটে ৪৬ রান করা শ্রীলংকা এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন কুশল পেরেরা।

কিন্তু ২৪ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করতেই বিপদে পড়েন তিনি। তার বিদায়ের পর উইকেটে নেমে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জীবন মেন্ডিস।

শ্রীলংকার ব্যাটিংয়ে ধস নামান ম্যাট হেনরি। তিনি প্রথম ৭ ওভারে ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। ২ উইকেট নেন লুকি ফার্গুনসন। আর একটি উইকেট নেন কলিন ডি গ্রান্ডহোম।

ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেন শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। প্রথম বল থেকে ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের গতি দানবদের বিপক্ষে একাই লড়াই করেন করুনারত্নে। ৮৪ বলে ৫২ রানে অপরাজিত করুনারত্নে।

নতুনসময়/আইকে