টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হয় আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। এদিন, টস করতে নেমে ভাগ্য সহায় হয় আফগানিস্তানের। টসে জেতেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। এদিকে, অস্ট্রেলিয়াও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। কারণ স্মিথ-ওয়ার্নারের প্রত্যাবর্তন ও নিজেদের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ১২ রানে ধরাশায়ী করে অজি বাহিনী।