ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভারতের রানের পাহাড়: দাপটের সাথে খেলছেন লিটন ও সৌম্য


২৯ মে ২০১৯ ০৭:০৯

প্রস্তুতি ম্যাচে ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে টাইগাররা। তবে ব্যাটিংয়ে নেমেই দাপটের সাথে খেলা শুরু করেছেন লিটন দাশ ও সৌম্য সরকার। ২ ওভার শেষে ব্যাট হাতে ৫ বলে ২ রান করেছেন লিটন। অন্যদিকে ৭ বলে ১৩ রান করেছেন সৌম্য।

এর আগে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৩৫৯ রানের পাহাড় গড়ে ভারত। তাই জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৩৫৯/৭ (রোহিত ১৯, ধাওয়ান ১, কোহলি ৪৭, রাহুল ১০৮, শঙ্কর ২, ধোনি ১১৩, পান্ডিয়া ২১, কার্তিক ৭*, জাদেজা ১১*; মুস্তাফিজ ১/৪৩, মাশরাফি ০/২৩, সাইফ ১/২৭, রুবেল ২/৬২, আবু জায়েদ ০/৪১, সাকিব ২/৫৮, মিরাজ ০/৪০, মোসাদ্দেক ০/৩২, সাব্বির ১/৩০

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেইন।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ, যুজুবেন্দ্র চাহাল।

 

নতুনসময়/আইকে