ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


যেসব চ্যানেলে দেখতে পাবেন এশিয়া কাপ


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১

যেসব চ্যানেলে দেখতে পাবেন এশিয়া কাপ

আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দেশ।

এশিয়া কাপের ১৪তম আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে। উপমহাদেশের দর্শকরা ‘স্টার স্পোর্টস’ এর মাধ্যমে ম্যাচগুলো দেখতে পাবেন।

যুক্তরাষ্ট্রের ‘উইলো টিভি’ এবং যুক্তরাজ্যে ‘স্কাই স্পোর্টস’ ও আর অস্ট্রেলিয়ার ‘ফক্স স্পোর্টস’ এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।

এশিয়ার সেরা হবার লড়াইয়ে গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দুবাইতে লঙ্কানদের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।

মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দর্শকেরাও খেলাগুলো সরাসরি দেখতে পাবেন ‘ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি’র মাধ্যমে। এদিকে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে ‘সুপার স্পোর্টস’। জনপ্রিয় এই টিভির অনলাইন সাইটেও খেলাগুলো দেখানো হবে।

আরআইএস