ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব


২৩ মে ২০১৯ ০৬:২৬

বিশ্বকাপের আগে সুখবর পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সদ্য প্রকাশিত আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আফগান ক্রিকেটার রশিদ খানকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থানে পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসি’র রাঙ্কিয়ে ৩৫৯ পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে আর ২০ পয়েন্ট কমে অর্থাৎ ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রশিদ খান।

তৃতীয় অবস্থানেও রয়েছে আফগানিস্তানের ক্রিকেটার। অলরাউন্ডার মোহাম্মাদ নবী রয়েছেন ৩ নম্বরে। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ রয়েছেন ৭ নম্বরে।

এদিকে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানটি বাংলাদেশের হলেও সেরা ২৫ এর মধ্যে আর কোনো বাংলাদেশি নেই। ২৬ তম অবস্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।


নতুনসময়/এনএইচ