ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রোনালদোকে পেছনে ফেললেন মেসি


২১ মে ২০১৯ ০০:২৪

চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন লিওনেল মেসি। লা লিগার শেষ ম্যাচে জোড়া গোল করে সিআর সেভেনের ক্লাব গোলের রেকর্ডকে পেছনে ফেললেন মেসি।

রিয়াল ছেড়ে জুভেন্টাসের জার্সি গায়ে চাপানো রোনালদো কয়েক সপ্তাহ আগেই নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৬০০ গোলের রেকর্ড স্পর্শ করেন। কয়েক দিন পরেই লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করে মেসি ছুঁয়ে ফেলেন ক্লাব ফুটবলে ৬০০ গোল করার রেকর্ড।

ক্লাব ক্যারিয়ারে রোনালদোর গোল সংখ্যা এই মুহূর্তে ৬০১। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেণ্টাসের হয়ে সাকুল্যে ৮০৫টি ম্যাচে মাঠে নেমে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন। এবার জোড়া গোল করে মেসি টপকে গেলেন রোনালদোকে। বার্সেলোনার হয়ে ৬৮৬ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৬০২।

লিগের শেষ ম্যাচে জোড়া গোলের সুবাদে আরও একবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। এবার লিগে ৩৬টি গোল করে পিচিচি অ্যাওয়ার্ড জেতেন তিনি। এই নিয়ে মোট ছ’বার লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার হলেন মেসি।


নতুনসময়/এনএইচ