ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তারাবির নামাজ পড়ে মাশরাফিদের জন্য দোয়া করেছিলেন প্রধানমন্ত্রী (ভিডিও)


২০ মে ২০১৯ ০৬:১৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমারের মতো শিরোপা জিতেছে মাশরাফিরা।

অসাধারন এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইগারদের জয়ের রাতেই প্রধানমন্ত্রীকে ফোন দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় প্রধানমন্ত্রীকে বিসিবি সভাপতি বলেন, অবিশ্বাস্য জয় আপা। প্রতিউত্তরে দেশনেত্রী বলেন, দারুণ দারুণ। আর ওই বৃষ্টি নামার পরে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল।

মুশফিক ও সাব্বিরের লেগ বিফরের প্রসঙ্গ টেনে পাপন বলেন, দুইটা আউট ছিল আপা লেগ বিফরের। ডিআরএস থাকলে সিদ্ধান্তটা আমাদের পক্ষেই যেতো।

এরপর প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ আমি দেখছিলাম তখন। তারাবির নামাজ পড়ে দোয়াও করেছিলাম। এই প্রথম আমরা কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিতলাম।

অন্যদিকে টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের টিম স্পিরিট দেখে এবং দুর্দান্ত জয়ে সারা দেশের মানুষ গর্বিত। দলের দারুণ এই জয় বর্তমান সরকারের ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দেওয়ার ফল বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল এমন ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বকাপেও দেখাবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুনসময়/এনএইচ