ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং


১৮ মে ২০১৯ ২৩:৩৬

বিশ্বকাপ ক্রিকেট কড়া নাড়ছে দরজায়। ইংল্যান্ডে ৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আসর। এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে ‘স্ট্যান্ড বাই’ শিরোনামের থিম সং।

যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ডদল রুডিমেন্টালের সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী লরিন। ৩ মিনিট ২০ সেকেন্ডে মিউজিক ভিডিওটিতে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের ক্রিকেট প্রেমীদের ক্রিকেট প্রেম তুলে ধরা হয়েছে।

রুডিমেন্টালের লকস্মিথ গানটি সম্পর্কে বলেছেন, এ গানের মূল বার্তা হলো একতা, সব ধরনের মানুষকে আমাদের সৃষ্ট সুরের মাধ্যমে একত্র করা।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতে গানটি বাজানো হবে ক্রিকেটার ও দর্শকদের অনুপ্রাণিত করার জন্য।

‘স্ট্যান্ড বাই’ শিরোনামের থিম সংটি এখানে দেখে নিন:

 

নতুনসময়/এনএইচ